গত ৫ নভেম্বর মাওঃ রিয়াদ আল আসাদ, পিতা- মৃত আব্দুল মমিন, সাং-বাসিয়াপাড়া, ৪নং ইউ/পি, ৬নং ওয়ার্ড, থানা-বানিয়াচং জেলা-হবিগঞ্জ তাহার ব্যবহৃত মোবাইল ফোন হারানো সংক্রান্তে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেন।
পরবর্তীতে অজয় চন্দ্র দেব, সুযোগ্য অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ এর দূরদর্শীতায় ও তথ্য প্রযুক্তির সাহায়তায় হারানো মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক অদ্য ১০/০১/২০২২খ্রিঃ তারিখে মোবাইলটির মালিক মাওঃ রিয়াদ আল আসাদ এর নিকট বুঝাইয়া দেওয়া হয়।
এ ব্যাপারে মাওলানা রিয়াদ আল আসাদ এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বানিয়াচং থানা হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধারে যে পদক্ষেপ নিয়েছে তাতে আমি অত্যন্ত খুশি।