মহিউদ্দিন আহমেদ রিপন
শনিবার (২৩ জানুয়ারি) ২০২৩ ইং ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা উপজেলা বি আর ডি বি হল রুমে সকাল ৯ ঘটিকায় এডভোকেসী নেটওয়ার্ক মাধবপুর কমিটির চেয়ারপারসন মোঃ শামসুদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়সল চৌধুরী। ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহজাহান মিয়া ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সহকারী সমন্বয়কারী মোঃ জোবায়ের আহমদ। ওয়েভ ফাউন্ডেশন সিলেট অঞ্চলের বিভাগীয় ফেসিলিটেটর মোহাম্মাদ শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্টিত সমাপনী অনুষ্ঠানে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ এর অনুভূতি ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোনা করেন।
প্রধান অতিথি মোঃ ফয়সল চৌধুরী বলেন পিছিয়েপড়া জনগোষ্ঠীদের ক্ষমতায়ন করতে হলে পূর্বান্হে তাদের পিছিয়েপড়ার কারন জানতে হবে।তাদের সমস্যা গুলো চিন্হিত করে উত্তোরনে কাজ করতে হবে।তাদের সঠিক পরিসংখ্যান ও তাদের আয়বর্ধক প্রশিক্ষক গ্রহনে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকল প্রকার সহযোগীতার প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। সমাপনী দিনে প্রশিক্ষক হিসাবে ওয়েভ ফাউন্ডেশন এর সিলেট বিভাগীয় ফেসিলিটেটর মোহাম্মদ শাহজাহান মিয়া।প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণী পেশার ২৫ জন সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহন করে।