আজ (২৪ )জানুয়ারি ভোরে স্থানীয় লোকজন এসে গলায় ফাঁসরত অবস্থায় গাছে ঝুলতে দেখতে পেয়ে থানায় খবর দিলে মাধবপুর থানার ওসি (তদন্ত) মো: আতিকুর রহমান ও এস আই রঞ্জন ভৌমিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে মাধবপুর- চুনারুঘাট সার্কেলের সিনিয়র এএসপি নির্মলেন্দু চক্রবর্তী ও মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময়ে স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।
মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, এ ব্যাপারে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন ও মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলে জানায়।
এব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য (২৫০) সজ্জা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।