কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী ফাহিম আহমদকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২৭ জানুয়ারি এস আই (নিরস্ত্র)/মহসিন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপির অন্তর্গত মনোহরপুর সাকিনস্থ জনৈক এলিম মিয়ার বসত ঘরের সামনে উঠান হইতে মাদক কারবারী ফাহিম আহমদ, পিতা-মৃত মঞ্জিল আলী, সাং-মনোহরপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করিয়া জব্দতালিকা মূলে জব্দ করেন।
গ্রেফতারকৃত মাদক করবারীর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২০, তারিখ: ২৮/০১/২০২৩ খ্রিঃ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।