আজ (৭ ফেব্রুয়ারি) সকালে সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মনজুর আহসান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি মুহাম্মদ সাদিকুর রহমান, ্মোঃ গোলাম মাওলা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, হবিগঞ্জ সহ, সহকারী কমিশনার (শিক্ষা), উপজেলা শিক্ষা অফিসার, মাধবপুর, ব্যবস্থাপক সুরমা চা বাগান সহ অন্যানরা।
এ সময় জেলা প্রশাসক হবিগঞ্জ শতভাগ স্কুল ভর্তি নিশ্চিতকরন কার্যক্রম এর অংশ হিসেবে একটি ডে কেয়ার সেন্টার স্থাপনের নিমিত্ত নির্দেশনা প্রদান করেন এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনের লক্ষ্যে সাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জগদীশপুর ক্লাস্টার এর শিক্ষকবৃন্দের প্রতি সদয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, চা-বাগানে চা-শ্রমিক শিশুরা বিভিন্ন কারণে জন্মনিবন্ধন করতে পারনি। এ কারন অনেক শিশু শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় ভর্তি হতে সমস্যার মধ্যে পড়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর পর তিঁনি চা বাগানের শিশুদের জন্য জন্মনিবন্ধন মওকুপ করেছেন। ফলে চা বাগানের শিশুরা শিক্ষার মূলধারায় ফিরে এসেছে।