আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ ফয়সাল চৌধুরী ও বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবিরের নিকট নতুন পল্লী ভবন বুঝিয়ে দেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে ইঞ্জিনিয়ার আব্দুর রউফ।
মোহাম্মদ ফয়সাল চৌধুরীর আমন্ত্রনে পল্লীভবন দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মনজুর আহসান জিসান। এ সময় সঙ্গে ছিলেন, সদ্য যোগদান কৃত সহকারী কমিশনার ( ভূমি) রাহাত বিন কুতুব। তিনি ভবনের প্রতিটি কক্ষ ঘুরে ঘুরে দেখেন।
ভবনের অব্যবহৃত জায়গা সমূহকে উদ্ধার করে মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে কর্মকর্তা কর্মচারীদের সুবিধার জন্য অফিসটিকে প্রশস্ত করে কাজের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য ভূয়সী প্রশংসা করেন ও বলেন, এটি সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা শুরুতেই সদ্য যোগদানকৃত উপজেলা ভূমি কর্মকর্তাকে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসান জিসান।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে কুশল বিনিময় ও মিষ্টিমুখ করান দপ্তর প্রধান। এ সময় মাধবপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক ও এশিয়ান টেলিভিশনের মাধবপুর প্রতিনিধি আজিজুর রহমান জয় উপস্থিত ছিলেন।