তাদের মনোনয়ন পত্র গুলো পৃথক ভাবে জমা নিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও ধানখালী, বালিয়াতলী ও চম্পাপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২৩’র রির্টানিং অফিসার মোঃ আবদুর রশিদ এবং বাউফল উপজেলা নির্বাচন অফিসার ও মিঠাগঞ্জ এবং ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২৩’র রির্টানিং অফিসার মোঃ তারিকুল ইসলাম।
এসময় মনোনয়ন পত্র দাখিল করেন বালিয়াতলী ইউপির চেয়ারম্যান প্রার্থী – বাংলাদেশ আওয়ামী লীগ’র মনোনীত প্রার্থী এ,বি,এম হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী হাফেজ সালাউদ্দিন, সতন্ত্র প্রার্থী নুরুল কবির ঝুনু ও মোঃ রুহুল আমিন।
ধানখালী ইউপির চেয়ারম্যান প্রার্থী – বাংলাদেশ আওয়ামী লীগ’র মনোনীত প্রার্থী মোঃ টিনু মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মোঃ নুর হোসেন খান, সতন্ত্র প্রার্থী মোঃ রিয়াজ উদ্দিন, গাজী মোঃ রাইসুল ইসলাম ও মোঃ মেজবাহ উদ্দিন। চম্পাপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী – বাংলাদেশ আওয়ামী লীগ’র মনোনীত প্রার্থী রিন্টু তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মোঃ ইমরান আলী, সতন্ত্র প্রার্থী মোঃ মাহবুব আলম, মোঃ সওখতুর রহমান শামীম, মোঃ কামাল হোসেন মৃধা ও মোঃ আতাউর রহমান।
মিঠাগঞ্জ ইউপির চেয়ারম্যান প্রার্থী – বাংলাদেশ আওয়ামী লীগ’র মনোনীত প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মেজবা উদ্দিন খান ও সতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ও ডালবুগঞ্জ ইউপির চেয়ারম্যান প্রার্থী – বাংলাদেশ আওয়ামী লীগ’র মনোনীত প্রার্থী মোঃ দেলওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মোঃ হেদায়েত উল্লাহ ও সতন্ত্র প্রার্থী এস এম ওয়ালি উল্লাহ।
উক্ত দিনে এ ৫ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য পদে ৫০ জন ও সাধারণ ওয়ার্ডের ইউপি সদস্য পদে ১৪৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন বলে জানা যায়।