আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন(ইউপি), জেলা পরিষদ সহ সব উপ-নির্বাচন সহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবেন বলে আশা ব্যক্ত করেছেন (ইসি)।
৮৪ তম কমিশন বৈঠক শেষে আজ ২৩(আগস্ট) সোমবার দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান, ইসি সচিব মোঃ হুমায়ুন কবির খোন্দকার।
তিনি বলেন, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন এর মধ্যেই এ পর্যন্ত আমরা মাত্র ২০৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। ২০৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজকের কমিশন সভায় বাকি সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, পৌরসভা, কুমিল্লা শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদ সহ অন্যান্য নির্বাচনগুলো করার ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোন এলাকার কোন নির্বাচন কবে দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সে বিষয়ে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
২০০৬ সালের ১ লা জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া নাগরিকদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দেওয়ার ব্যাপারে ইসি সচিব বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল(অব) শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন হয়েছে। সেই কমিটিতে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।