গত বুধবার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ১৯.১০ ঘটিকার সময় মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) অনিক চন্দ্র দবে সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা বিভিন্ন মডেলের মোবাইল সহ আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়,মাধবপুর থানাধীন আন্দিউড়া গ্রামের দাসপাড়া এলাকার জনৈক রতন দাস এর বসত বাড়ীর দক্ষিন পাশের কাঁচা রাস্তার উপর হইতে ০১ জন আসামীকে চোরাইকৃত বিভিন্ন মডেলের ২২টি স্মার্ট মোবাইল, (মূল্য- অনুমান ৩,৮৪,০০০/- টাকা) সহ আটক করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম ১। মোঃ রাফি চৌধুরী(২৬), পিতা-মোঃ স্বপন চৌধুরী @ সুমন স্থায়ী: গ্রাম- আন্দিউড়া উত্তরপাড়া, ০১নং ওয়ার্ড, ০৫নং আন্দিউড়া ইউ/পি , থানা- মাধবপুর, জেলা –হবিগঞ্জ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রাজ্জাক “দৈনিক চলমান দেশ”কে জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।