হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের গুনুটিয়া গ্রাম থেকে পিন্টু রায় (৪০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।
পিন্টু রায় ওই গ্রামের মাখন রায়ের পুত্র বলে জানা যায়। ২২(আগস্ট) সন্ধ্যায় পিন্টু রায় অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে সন্ধ্যায় একটি বেসরকারি ক্লিনিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পিন্টু রায় এর স্ত্রী অনামিকা রায় এ সময় তার বাবার বাড়ি নারায়ণগঞ্জ ছিলেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে নারায়ণগঞ্জ বাপের বাড়ি থেকে এসে সন্দেহবশত তার স্বামীকে হত্যার অভিযোগে এনে মাধবপুর থানাকে বিষয়টা অবহিত করেন। মৃত পিন্টু রায়ের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এসআই ফজলে রাব্বী ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহত পিন্টু রায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, প্রতিবেদন হাতে এসে পৌঁছলে মৃত্যুর ব্যাপারে সঠিক ধারণা পাওয়া যাবে।