অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রশিদ।
“ওরে নিপীড়িত ওরে ভয়ে ভীত, শিখে যা আয় রে আয়, দুঃখ নবীন মন্ত্র, সমবায় সমবায়”প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ফয়সাল চৌধুরী তাকি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি), মাধবপুর হবিগঞ্জ।
তিনি ইউসিসিএ সদস্যগণকে সমিতির উন্নয়নে সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দেন ও বিগত বছরের কার্যবিবরণী পাঠ করে শোনান।
পরে জরাজীর্ণ পল্লী ভবনের সার্বিক ব্যবস্থাপনা ও ভবনটিকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার জন্য উপস্থিত মাধবপুর মডেল প্রেসক্লাবের আহ্বাযক ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয় মোঃ ফয়সাল চৌধুরী ও হুমায়ুন কবির কে ধন্যবাদ জানান।
ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির আগত সদস্যগণের সর্ববৃহ সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও বলেন আমি এখান থেকে চলে গেলেও আপনাদের সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করে যাব। সমিতিকে আরো গতিশীল করার জন্য মত ব্যক্ত করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, সদস্য ওসমান চৌধুরী, আদাঐর ইউনিয়নের এমসিপি টিমের সদস্য মোঃ শফিক মিয়া বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারগণ।