জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পটুয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক, স্হানীয় সরকার, পটুয়াখালী। এসময় পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান খান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ,পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান ও পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান।
উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ। ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার খায়রুল হাসান মল্লিক সহ পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা নির্বাচন ও পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসের বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেণী- পেশার বিপুল সংখ্যক মানুষ জন উপস্থিত ছিলেন।