জানা যায়, যাত্রীবেশে অটো রিক্সায় চড়ে এক পর্যায়ে নির্জন এলাকায় গেলে অটো রিক্সার চালককে চেতনা নাশক ওষুধ সেবন করিয়ে টমটম অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় বিষয়টি মাধবপুর থানার একটি চৌকস দল টমটম অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার প্রাক্কালে ৩ জন অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করে। এ দলে একজন মহিলা সদস্য রয়েছে বলে জানা যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা রুজু করত : আসামিদের অদ্য বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।