মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। স্বামী সিরাজুল ইসলাম লালু মিয়ার বাড়ি থেকে লাশটিউদ্ধার করা হয়। এঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পান্না বেগম রায়কালি ইনিয়নের গুডুম্বার গ্রামের সিরাজুল ইসলাম ওরফে লালুর স্ত্রী। সিরাজুল ইসলাম গ্রামের মসজিদে শবে বরাতের নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ পড়ে এসে দেখেন গলাকাটা অবস্থায় স্ত্রীর লাশ বিছানায় পড়ে আছে। স্ত্রীর গলা কাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে পরে আক্কেলপুর থানা পুলিশকে জানালে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠায়৷
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।রহস্য উদঘাটনের চেষ্টা চলছে ।