কামরুজ্জামান হেলাল : পটুয়াখালী
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়,দূর্যোগ প্রস্ততি সবসময়”এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ১০ মার্চ শুক্রবার এ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর, দূযোর্গ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয় এর সহযোগিতায় সকালে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে র্যালী অনুষ্ঠিত হয়।র্যালী শেষে ডিসি স্কয়ার মাঠে দূযোর্গ মহড়া অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত প্রতিপাদ্যর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কাজী কানিজ সুলতানা হেলেন এমপি। উক্ত সময় বক্তব্য রাখেন, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাজিদুল ইসলাম, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, পটুয়াখালী পৌর সভার প্যানেল মেয়র মোঃ দেলোয়ার হোসেন আকন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম, জেলা রেডক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার সুলতান মাহমুদ, জেলা ব্রাক ব্যাবস্হাপক নেফাজ উদ্দিন,সিপিডি প্রতিনিধি মোঃ জাকির হোসেন ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি জালাল আহমেদ প্রমুখ। এ আলোচনা সভা শেষে ডিসি কোর্ট চত্ত্বরে এক ভূমিকম্প মহড়া অনুষ্ঠিত হয়।এ দিবসের র্যালী,আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও জেলা ত্রান ও পূর্নবাসন শাখার অফিস সহকারী মোঃ আতাউর রহমান সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিএনসিসি,স্কাউট,গার্লস গাইড,সিপিডি,রেডক্রিসেন্ট প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি গন, জেলা ত্রান ও পূর্নবাসন অফিসের নানা স্তরের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ ও পটুয়াখালী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা – কর্মচারীগন উপস্থিত ছিলেন।