রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের নিউজ পোর্টাল এর মধ্যে অন্যতম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম দৈনিক চলমান দেশ ডট কম এ বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা সহ স্কুল, কলেজ থেকে জরুরী ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী মহিলা ও পুরুষ গনকে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।  ফোন : ০১৭১৭-৭২৩৭৪২,০১৯১৭-১০২০৮৬। দৈনিক চলমান দেশের সাথে থাকুন পড়ুন ও বিজ্ঞাপন দিন। যোগাযোগ : 01717-723742

বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তূতি দিবস পালিত

অনলাইন নিউজ ডেস্ক::
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৯ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তূতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া, র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সমবেত হয়।

অনুৃষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আতাউল হক, সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার,
বিরামপুর ফায়ার সার্ভিসের টিম লীডার হিসিকান্ত, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে দুর্যোগ প্রতিরোধে করণীয়গুলো জনগণকে সচেতন করতে, প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরতে হবে।

আলোচনা সভা শেষে অতিথি,শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সকলের উপস্থিতিতে অগ্নি নির্বাপন ও দূর্যোগ প্রতিরোধী জনসচেতনতা মুলক মহড়া প্রদর্শন করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যগণ, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সুধীজন, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
দৈনিক চলমান দেশে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিও চিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি-সম্পাদক।
Theme Dwonload From ThemesBazar.Com