মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি
বিদ্যুৎ, কৃষি উপকরণসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা বিএনপি। শনিবার ১১টা থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে চিনিকল সড়ক পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে অংশ নেয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন চালাকালে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন,আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই, নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়।
অবৈধ এই সরকারের সীমাহীন দুর্নীতি, অর্থ লুট, মানি লন্ডারিয়ের কারণে দেশের মানুষ তাদের নিত্যপণ্যে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, ক্ষেতলাল উপজেলা বিএনপির আহবায়ক খালেদুল মাছুদ আঞ্জুমান,জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল প্রধান, যুগ্ম আহবায়ক রেজভি আহমেদ, যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।n