হবিগঞ্জের মাধবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। জানা যায়, আব্দুল আজিজ নামে একটি কৃষকের ফসলি জমির ক্ষতির কারণে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার ২৮ মার্চ দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর আহ্সান।
এসময় ক্ষতিকারক কীটনাশক অবৈধভাবে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় মাধবপুর বাজারের রবিন বীজঘরের স্বত্বাধিকারী আব্দুর রহিম বেপারী (৫৭) কে ৩ হাজার টাকা জরিমানা ও জি- স্টার নামক অনুমোদন বিহীন ও ক্ষতিকারক কীটনাশক ২ ডজন বোতল জব্দ করে বাজেয়াপ্ত বলে ঘোষণা করেন। অপর একটি অভিযানে মনতলা বাজারে এক ব্যক্তিকে ১ হাজার ৫০০ শত টাকা সহ মোট ৪ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ক্ষতিকারক কীটনাশক যাচাই-বাছাইয়ের দায়িত্বে সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান। এবং এসময় উপস্থিত ছিলেন মাধবপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয় ।