আজ (৩১ মার্চ শুক্রবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতায়) এ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড : মাহবুব আলী (এমপি)।
উপজেলা সমাজসেবা অফিসার আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসান জিসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার মামুন আল হাসান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাবেক আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব সুকুমল রায়, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, বেনু মাধব রায়, মিজানুর রহমান মিজান, হেলাল মিয়া, বিল্লাল চকদার প্রমুখ।
এ সময়ে মাধবপুর মডেল প্রেসক্লাবের আহ্বায়ক ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়, মাধবপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।