মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পুরানাপৈল সড়কের বাইপাস মোড়ে মেসি ট্রাক্টরের ধাক্কায় রুমা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। নিহত রুমা পুরানাপৈল এলাকার মাষ্টার পাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা বলেন, রুমা মা বাবা ও তার মামার সাথে নানার বাড়ি থেকে অটো ভ্যান জোগে বাসায় ফেরার পথে পুরানাপৈল বাইবাস মোড়ে আসলে সেখানে বিপরীত দিক থেকে আসা মেসি ট্রাক্টর তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু রুমার মৃত্যু হয়।
এসময় আহত হন রুমার মা, ও মামা। মা’র অবস্থা গুরুতর