এতে দৈনিক ভ্রমণ চিত্রের প্রতিনিধি একলাছুর রহমান সিরাজীকেও সম্পৃক্ত করা হয় । আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে সাংবাদিক হৃদয় এস এম শাহ্-আলম কে অন্তর্ভুক্ত করা হলো।উক্ত পদবী কে অনুমোদন করেন মডেল প্রেসক্লাবের আহ্বায়ক ও মাধবপুর এশিয়ান টিভির প্রতিনিধি সাংবাদিক আজিজুর রহমান জয় এবং যুগ্ম-আহ্বায়ক ও দৈনিক কালবেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদুর মসি।
পরে সদস্য রুবেল মিয়ার উপস্থাপনায় প্রেসক্লাবের আহ্বায়ক ও যুগ্ম- আহ্বায়ক মাধবপুর মডেল প্রেসক্লাব সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন গঠনতন্ত্র ও মূল্যবান দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবে সদস্য সাংবাদিক মো: আল-আমিন,একলাছুর রহমান সিরাজী,মো: জহির মিয়া,মো: রুবেল মিয়া,মো: জালাল উদ্দিন,মো: মাতু মিয়া,মির্জা রাসেল,হাফেজ মোবারক সহ প্রমুখ।