উক্ত ইফতার মাহফিলে সাদামন সোসাইটির সভাপতি মোঃ আল আমিন ইসলাম,মাই টিভির সাংবাদিক রাজিব দেব রায় রাজু,সাদামন সোসাইটির যুগ্ন সম্পাদক মোসাদ্দেক হোসেন খোকা,সাংবাদিক জহির,পবিত্র,মামুন,জুম্মান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সাদামন সোসাইটির সভাপতি আল আমিন ইসলাম হুজুর,ছাত্ররা এবং উপস্থিত সবার কাছে সাদামন সোসাইটির প্রবাসী এবং দেশে যে সকল সদস্য আছেন সবার জন্য দোয়ার আরজি জানান এবং তিনি বলেন সাদামন সোসাইটি হলো একটি সামাজিক সংগঠন,এই সংগঠনটি ২০১৬ সালে মাধবপুরে প্রতিষ্টা করি।
কিছুদিন এর কার্যক্রম একটু কমে গেলেও এটা একে বারে শেষ হয়ে যায়নি।আবার ও মাধবপুরে সবাইকে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।।
ইফতার মাহফিলে সহযোগীতায় ছিলেন,সাদামন সোসাইটির ছাব্বির হোসেন,মোঃ মামুন মিয়া,রুবেল চৌধুরী,আবিদুর রহমান মান্নান,জাহিদ হাসান,পারভেজ খান,জামাল মিয়া।।