ফসলের চাষাবাদ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয় চাষিদের। অনেক সময় হাতের নাগালে সেবা না পাওয়ায় বড় ধরনের ক্ষতির শিকারও হতে হয়।
এজন্য কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষি সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাধবপুর উপজেলা কৃষি অফিস। কৃষির সার্বিক উন্নয়নে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সাধারণ কৃষকদের সেবা দিয়ে আস্থা অর্জন করেছে এ অফিসের কর্মকর্তারা।
কৃষকদের মাঝে কৃষি সেবার সাহায্য ও পরামর্শ দেওয়ার বিষয় জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মামুন আল হাসান বলেন কৃষকদের জীবন মান উন্নয়নে কৃষকদের পাশে থেকে সর্বপ্রকার পরামর্শ দিয়ে যাব।
জানা যায়, কৃষকদের মধ্যে তাৎক্ষণিক সেবা পৌঁছে দেওয়ার জন্য কৃষি সর্বদা তৎপর।উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি বিষয়ক সেবা নিতে যোগাযোগ করলে তারা মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সমস্যা নির্ণয় করে সমাধান করে থাকেন।