মোঃ মোকাররম হোসাইন
কালাই জয়পুরহাট প্রতিনিধি
মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বিপ্লব হোসেন (২০) নামের এক এসএসসি পরিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল এগারটার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন ।
নিহত বিপ্লব হোসেন উপজেলার জিন্দারপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিপ্লব হোসেন ঈদের নামাজ শেষে বাড়িতে খাওয়া-দাওয়া শেষে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য মোটরসাইকেলটি নিয়ে বের হয়ে যায়। পতিমধ্যে জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে একে একে তিনটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে জমির মধ্যে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।