মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে আলামপুর ইউনিয়ন আলমপুর হিন্দু পাড়া গ্রামে প্রতিপক্ষের দেশীয় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে মন্তষ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মন্তষ ওই গ্রামের প্রান্তষের ছেলে।
বুধবার (২৪এপ্রিল) রাত সাড়ে সাতটার দিকে এলাকার মন্তষের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র লাঠি দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে আসলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার তাকে ঢাকায় রেফার করলে রাস্তার মাঝ পথে নিহত হন মন্তষ৷
চিকিৎসাধীন অবস্থায় মন্তষ মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে৷
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজুল ইসলাম জানান খুনের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে৷