মোঃ মোকাররম হোসাইন যে
কালাই জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট কালাইয়ে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) জয়পুরহাট কালাই থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাত্রাই বানদিঘী এলাকায়
(পঞ্চাশ) গ্রাম হেরোইন এবং (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের আটক করা হয়৷
আটককৃতরা হলেন- বানদিঘী মন্ডলবাড়ী, গ্রামের মৃত ছফির উদ্দীনের ছেলে ,মাহবুবুর রহমান মাহবুব(৪৪),
ভাটাহার গ্রামের আবেদ আলীর ছেলে ইসলাম ওরফে কারেন্ট (৪২),
এ বিষয়ে জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ওসি শাহেদ আল মামুন বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী মাহাবুবুর রহমান এর বিরুদ্ধে পূর্বের ৩টি অস্ত্র মামলা ও ১২টি মাদক মামলাসহ মোট ১৫টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে এবং অপর আসামী শহিদুল ইসলাম ওরফে কারেন্ট এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরিসহ পূর্বের মোট ১৫ টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।