মহিউদ্দিন আহমেদ রিপন
লাখাই প্রতিনিধি
লাখাই থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লক্ষীপুর গ্রামের সংঘর্ষে জহিরুল ইসলাম খুনের সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে । গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সাহেদ মিয়া,মোঃ শরিফ উদ্দিন, মোঃ ফারুক মিয়া, মোঃ আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন ও মোঃ নিজাম উদ্দিন। লাখাই থানার পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানার এস আই মিজানুল হক বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও/সি) মোহাম্মদ নুনু মিয়ার নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে লক্ষীপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে মোঃ সাহেদ মিয়া(৫০), মোঃ ফরিদ মিয়ার ছেলে শরিফ উদ্দিন(৩৬), মৃত শহিদ মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া(৫২), মৃত জজ মিয়ার ছেলে আলাউদ্দীন. মোঃ ফারুক মিয়ার ছেলে জাকির হোসেন(৫০) ফারুক মিয়ার ছেলে মোঃ নিজাম উদ্দিন কে তাদের বাড়ী বাড়ী থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত (ও/সি) মোহাম্মদ নুনু মিয়া জানান বুধবার (২৫ এপ্রিল) লক্ষীপুর গ্রামে সংঘর্ষে একজনের খুনের সাথে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।