মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
৫ বছর ধরে আদালতের রায় থাকা সত্ত্বেও ভূমির মালিকানার দখল বুঝে পাচ্ছেন না হবিগঞ্জের মাধবপুরের একটি হিন্দু পরিবার।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,মাধবপুর উপজেলার চৌমুহনি ইউপির আলাবক্সপুর গ্রামের মৃত বিজয় কৃষ্ণ দেবের ৩ পুত্র বিশ্বনাথ দেব,বিধান চন্দ্র দেব ও বিপ্লব দেবের মালিকানার জমিতে ভূমি খেকুদের চক্রান্তে বাড়ি ও ভিটাসহ ১ একর ৯৭ শতক জমি বেদখল হয়ে আছে।
স্থানীয়সূত্রে জানা যায়,একই গ্রামের মৃত বিনয় ভূষন দেবের পুত্র বিপুল দেব ও বিদ্যুৎ দেব নামমাত্র একটি স্বত্ব মামলা দায়ের করে একতরফাভাবে জায়গা নিজেরা দখল করে রেখেছে এবং দিচ্ছেন প্রাননাশের হুমকিও।
বিপুল দেব ও বিদ্যুৎ দেবের সাথে যোগাযোগ করা হলে তারা জানান,স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিগনের রায় মোতাবেকই তারা এই জমি দখল করে আছেন। কোন অনিয়ম তারা করছেন না।
তবে আদালতের মামলাধীন থাকা সত্ত্বেও কেন তারা কিছু জমি বিক্রি করছেন এর কোন জবাব দিতে পারেন নি তারা।