এতে মাধবপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুছ চাকদার মাখন।
বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী অপু, বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির, উজ্জ্বল খান।
জাতীয় দৈনিক কাল বেলার অনুসন্ধানী সাংবাদিক ও মাধবপুর মডেল প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মুজাহিদ মসি বলেন, মাধবপুর মডেল প্রেসক্লাবের কার্যক্রম কে আরো ত্বরান্বিত করতে হলে ইউনিয়ন পর্যায়ে সুবিধা বঞ্চিত ও মেধাবী মানুষের সুখ দুঃখের চিত্র উপজেলাবাসীর কাছে তুলে ধরতে হবে।
সঞ্চালনায় ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সমন্বয়ক ও জাতীয় দৈনিক নবচেতনার মাধবপুর প্রতিনিধি লিটন রায়, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি রাকিব লস্কর, দৈনিক আলোকিত প্রতিদিনের মাধবপুর প্রতিনিধি মোঃ মাথু মিয়া, সাংবাদিক ও সমাজসেবক এখলাছুর রহমান সিরাজী, সাংবাদিক ও আওয়ামী লীগ শেখ শাহিন উদ্দিন শাহিন।
মাধবপুর মডেল প্রেসক্লাবের মুখপাত্র ও দৈনিক ঢাকা ক্যানভাসের প্রতিনিধি আল আমিন ইসলাম বিআরডিবি র চেয়ারম্যানের নিকট হতে শুভেচ্ছা উপহার গ্রহণ করেন ও ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন।
এতে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের মাধবপুর উপজেলার সভাপতি সৈয়দ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক শাহ মোঃ জাবেদ, দৈনিক সিটিজি ক্রাইম টিভির জেলা প্রতিনিধি মোঃ জহির, দৈনিক যুগ যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ রুবেল আহমেদ রুবেল।