চলমান দেশ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে রায়হান (১২) নামে একটি শিশু তার বাবার হাতে খুন হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন মাধবপুর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তার কিছুক্ষণ পরই কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ঘাতক বাবাকে আটক করে মাদবপুর থানায় নিয়ে আসে। পিতা জাহির মিয়া বানিয়াচং উপজেলার স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উন্মাদ পিতাকে আটক করা হয়েছে।