মহিউদ্দিন আহমেদ রিপন : লাখাই প্রতিনিধি
হবিগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত র্যালী পরবর্তী আলোচনা সভা ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি শেখ আব্দুল কাদির কাজল ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম,এ,হান্নান। আলোচনায় অংশ নেন জেলা কমিটির সহসভাপতি মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের নবীগঞ্জ শাখার আহবায়ক আহমেদ আবুল কালাম,হবিগঞ্জ সদর উপজেলা কমিটির আহবায়ক আব্দুল হান্নান, শায়েস্তাগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক জমির আলী, লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, আজমিরীগন্জ উপজেলা কমিটির আহবায়ক জহুরুল ইসলাম, প্রজন্ম ডট কম এর জেলা প্রতিনিধি এডভোকেট ইমরান আহমেদ, এস,কে,টিভির সম্পাদক এস,কে সুজন।সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ও সাংবাদিকতার বিরুদ্ধে প্রক্রিয়াধীন সকল আইন বাতিলের জোর দাবী জানানো হয়।মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকাশ মানবাধিকার এর চালিকা শক্তি।