সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি।
স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি সেবা প্রদান ও সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে আরো সহজতর, জনবান্ধব, যুগোপযোগী, আধুনিক ও ডিজিটাল করার লক্ষ্যে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, সহকারী প্রকৌশলী আল আমিন, ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস বলেন, অনলাইনভিত্তিক ভূমি সেবা প্রদানে মন্ত্রণালয় ব্যাপক কাজ করছে। আগামী ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবারের ভূমি সেবা সপ্তাহ সফলভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি বলেন, বর্তমান সরকার মানুষের হাতের মুঠোয় ভূমি সেবা দিচ্ছে। সরকার ভূমি মালিকদের জন্য জমি বিরোধ নিরসন এবং নামজারি করতে ঝামেলা কমিয়ে ই-নামজারি চালু করছে। ফলে টাউট-দালালের খপ্পর থেকে ভূমি মালিকদের নিরাপত্তা বিধান করেছে। উপজেলায় ভূমি মালিকদের সময়মতো জমির খাজনা ও কর পরিশোধ করতে বলেন তিনি।