আজ সকাল ১১টায় উপজেলা মিলনায়তন স্বচ্ছতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, মাধবপুর থানার ওসি মোঃ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আব্দুস সাত্তার বেগ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায় যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, মাধবপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস চকদার মাখন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান জয়,ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত।
পরে দুপুরে আনুষ্ঠানিকভাবে কৃষি মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধন শেষে ৩ দিনব্যাপী মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন ও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবেনা মর্মে মতামত ব্যক্ত করেন।
এছাড়া সামাজিক, রাজনৈতিক, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কৃষক বদি মিয়া সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।