বৃহস্পতিবার সকাল ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালাই উপজেলা সদরের পাঁচশিরা বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি হচ্ছে। এমন সংবাদে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলাল-বুলুর মাংসের দোকানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন ছাড়পত্র না নিয়ে পশু জবাই করে এবং রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ আছে এ ব্যবসায়ীর বিরুদ্ধে। তাকে লাইসেন্স ও পশুর ফিটনেস ছাড়পত্র নেওয়ার জন্য বারবার নেটিশ করা হলেও তারা কোন যোগাযোগ করেনি।
ইউএনও বলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পশুর ফিটনেস ছাড়পত্র না নিয়ে পশু জবাই করায় ওই ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রাণিসম্পদ অফিসারের অনুমোদন ব্যতিত পশু জবাই করতে ব্যবসায়ীদের নিষেধ করেন।