মহিউদ্দিন আহমেদ রিপন : লাখাই
লাখাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ও সড়কে দাঁড়ানো টমটমকে ধাক্কা দিলে দোকানের ক্ষতি সাধন ও ৩ টি টমটম ( ইজিবাইক) ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত হয়েছে ২০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে ও বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক এর মাধ্যমে জানা যায় হবিগঞ্জ – লাখাই সড়কের মোড়াকরি থেকে ছেড়ে আসা একটি বাস বামৈ তিন পুল নামক স্থানে পৌছুলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে আঘাত করে। এময় সড়কে যাত্রীবাহী ৩ টি ইজিবাইক বাসের ধাক্কায় ব্যাপক ক্ষতি সাধন হয় ও বাস ও ইজিবাইকের ২০- ২৫ জন যাত্রী আহত হয়।আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অন্যান্যরা হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ও বিভিন্ন চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। এবিষয়ে বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক জানান সম্ভবত সকাল ৮ টায় এ দূর্ঘটনা সংগঠিত হতে পারে। আমার জানা মতে ১১ জন আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আরো হতে পারে।