নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। শুক্রবার (২৩ জুন) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক
অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কর্তনসহ নানা কর্মসুচী গ্রহন করেন সলঙ্গা থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন স্লোগান আর মুহূর্মুহু করতালি দেন ,আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সন্ধ্যায় সলঙ্গা থানা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজনে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, তাড়াশ রায়গঞ্জ,সলঙ্গার এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
আরও উপস্থিত ছিলেন, ফণি ভুষণ পোদ্দার, ইমান আলী, মনিরুজ্জামান মাস্টার, আব্দুল করিম ভোলা, শফি কামাল শফি, জাহিদ হাসান রতন, আব্দুল হান্নান নান্নু,আক্তারুজ্জামান সাচ্চু,ডা: মজনু, করিম রেজা, রিয়াদুল ইসলাম ফরিদ মাওলানা আশরাফুল ইসলামসহ থানা আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।