প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম মিয়ার সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি আল মামুন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মোঃ মিসির আলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়, সাংবাদিক আলমগীর কবির ও মোস্তফা কামাল বাবুল।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া বলেন,,, সংগঠনের কার্যক্রম কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ও মানবতার কল্যাণে কাজ করে যাব আমরা। প্রতিষ্ঠাতা সহ পরিচালক মইনুল ইসলাম রুবেল বলেন, অসহায় মুমূর্ষ রোগীদের জন্য আমাদের এ সংগঠন অত্যন্ত বিনয়ের সাথে কাজ করে যাবে।
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সিয়াম, সহ-সভাপতি রুবেল আহমেদ রুবেল, প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান খন্দকার সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।