জানা যায় মোহাম্মদ জাকির হোসেন খান পিতা আব্দুল আজিজ খান (২৫) , স্ত্রী সনি আক্তার সহ গ্রাম বুধন্তি বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া মাধবপুর বাজারে মেয়ের জন্য স্বর্ণের চেইন কিনতে আসে। পত্তিমধ্যে সিএনজি স্ট্যান্ড কতিপয় যুবক তাদের উপর গায়ে পড়ে সন্ত্রাসী হামলা চালায় ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নে য়। ঘটনায় ভয় পেয়ে তার আত্মীয় মোহাম্মদ রোমান খান তামান্না আক্তার কে ডাক্তার দেখাতে নিয়ে আসলে ও ঘটনার বিবরণ জানালে ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ জানালে তারাও হেনস্তার স্বীকার হয় এবং তাদের কাছ থেকেও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।
পরে তারা মাধবপুর বাজারে কোন বিচার না পেয়ে মাধবপুর থানা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়ার নিমিত্তে হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ তদন্তকারী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত এসআই রায়হান জানান অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আমলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
।
।
কি ছে