ঠাকুরগাঁও সদর উপজেলা চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় একজন পলাতক আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার সালন্দর ইউনিয়নের জামুরীপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান।
গ্রেপ্তার জীবন সেন (১৩) সালন্দর ইউনিয়নের জামুরীপাড়া এলাকার বিমল সেনের ছেলে।
মামলার বরাতে ওসি বলেন, শিশুটির বাবা একটি দোকানে কাজ করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে দোকানে যায়। এ সময় তার ছোট মেয়ে (৪) বাড়ির পাশে প্রতিবেশী বিমল সেনের বাড়িতে খেলতে যায়।
এ সময় বিমলের ছেলে জীবন শিশুটিকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শরু করলে জীবন তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানায়।”
পরে মেয়েটির বাবা বাদী হয়ে জীবনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর জীবনকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।