স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,ঐ উপজেলার আন্দিউড়া ইউপির আওয়ামীলীগ নেতা ও মাধবপুর প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান মহাসড়কে সিএনজি চলাচল ও রাজনৈতিক কোন্দলের কারণে শ্রমিকলীগের সভাপতিকে হুমকি দিয়েছে।
সৈয়দ হাবিবুর রহমান জানান,আমি ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ দীর্ঘদিন থেকে ইউএনও ও ট্রাফিক পুলিশের পরামর্শেক্রমে মাধবপুরকে মহাসড়কে যানজট ও চাদামুক্ত করার কাজ করে যাচ্ছি।কোন পদে না থেকেও মিজান নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে সাধারন মানুষকে বিভিন্ন সময় হয়রানি করছে।
এসবের প্রতিবাদ করায় সে আমাকে হত্যা হুমকি দিয়েছে। আমি মাধবপুর পৌর এলাকায় উঠলে আমাকে গুম করে ফেলবে!
এ ব্যাপারে মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান এগুলো সব মিথ্যা সাজানো ষড়যন্ত্র।একটি চক্র আমার মানহানির চেষ্টা করছে।আমিও থানায় অভিযোগ দিব।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানায়,সৈয়দ হাবিবুর রহমান ২২ জুলাই থানায় সাধারন ডায়েরী দায়ের করেছেন। শীঘ্রই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।