গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাদেরের নেতৃত্বে এএসআই উজ্জ্বল মোল্লা সহ পুলিশের একটি টিম বুধবার রাতে চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্লাস্টিকের বস্তা হইতে ৫টি বান্ডেল থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও এর সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।
জানা যায় আটককৃত আলামিন (৩৫) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সূরাবই গ্রামের রনি মিয়ার পুত্র। অপর পলাতক আসামিরা হল :একই জেলার দেবনগর গ্রামের মমিন মিয়ার ছেলে এখলাছ (৪৫) ও সেলিম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রজু করা হয়েছে। তিনি আরো বলেন মাদকসহ সর্বপ্রকার অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।