মাধবপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্র মতে জানা যায় দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন প্রকার মামলা মোকদ্দমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে আলী আহমদ এর লোকজন জমিতে কাজ করতে গেলে হুমায়ুন কবিরের লোকজন পথিমধ্যে বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। ফলে উভয়ের পক্ষের লোকজন সঙ্গবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপরে হামলা করে এতে নারী ও পুরুষ সহ ২০ আহত হয়।
মাধবপুর থানা পুলিশের একটি চৌকস টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের অনেকেই মাধবপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।