প্রশংসার দাবিদার হিসেবে বিবেচিত হয়েছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন ও ওসি (তদন্ত) আতিকুর রহমান।
সেই সাথে শ্রেষ্ঠ হয়েছেন এস আই ফজলু (কাশিমনগর পুলিশ ফাঁড়ি), মাধবপুর থানার এএসআই মাসেকুর রহমান।
জেলা পুলিশের মাসিক মূল্যায়ন সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক বিবেচনায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন প্রথমবারের মতো শ্রেষ্ঠ ওসির খেতাবে ভূষিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮) সেপ্টেম্বর ৩ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণু অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬:০০ ঘটিকায় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করে ন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি। উক্ত মাসিক ও কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পলাশ রঞ্জন দে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী (মাধবপুর -চুনারঘাট সার্কেল), ডাক্তার তামান্না বেগম, মেডিকেল অফিসার (পুলিশ হাসপাতাল )হবিগঞ্জ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন বলেন, এই পুরস্কার টিম মাধবপুরের সকল অফিসার ও সদস্যদের সততা,নিস্ঠা ও কর্ম তৎপরতার ফসল। সেই সাথে তিনি মাধবপুর উপজেলাবাসীকে পাশে থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুরস্কার হিসেবে জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী ওনাদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন। এছাড়া তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত ও ক্রেস্ট প্রদান করেন।