স্বপদে বহালের দাবিতে সারা বাংলাদেশের পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান গন মানববন্ধন করেছে।
আজ সোমবার সকাল ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন। পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান গন।
আজকের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান গন অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাগ গ্রহণের দশ দিনের মাথায় একটি আদেশের মাধ্যমে প্রথমে উপজেলা চেয়ারম্যান ও পরে আরেকটি আদেশের মাধ্যমে ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়।
উপস্থিত বক্তারা বলেন আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। অবিচার করা হয়েছে। তারা বলেন একটি স্বচ্ছ ও স্বতন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই তাদেরকে অপসারণ করা হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি রাখেন সদ্য নির্বাচিত প্রতিনিধিরা ।তারা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন সারা বাংলাদেশের মানুষ আমরা একটি পরিবার। পরিবারের প্রতিটি মানুষকে সরকারের সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। তবে কি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অপসারণ এর মাধ্যমে সরকারের সুফল পৌঁছে দিতে চান।
ভাইস চেয়ারম্যান গন জনগণের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোন দলীয় ব্যানার থেকে নির্বাচনের আয়োজন করা হয়নি বরং স্বতন্ত্র থেকে নির্বাচনের আয়োজন করেছে বলে অনেকেই প্রার্থী হয়েছিলেন। তারা বলেন আমাদের অপরাধ কোথায়। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এটি কি আমাদের অপরাধ। আমরা কি জবাব দেবো জনগণের কাছে।
তারা আরো দাবী করেন, সরকার সিটি কর্পোরেশনের কমিশনার, পৌরসভার কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্বপদে বহাল রেখেছেন। তারা বারবার আক্ষেপ করে বলেন তাদেরকে বহাল রেখেছেন আমাদের প্রতিকারও বৈষম্য করা হলো।
অপসারিতরা বলেন নির্বাচন করতে গিয়ে আমরা শারীরিক মানসিক ও আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। যারা আমাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাদের কাছে আমরা কি জবাব দিব।
এক প্রশ্নের জবাবে’ হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার চৌধুরী দৈনিক চলমান দেশ“প্রতিনিধিকে বলেন আমি সর্ব শান্ত হয়ে গেছি। আমার ঘরে খাবার নেই। বাচ্চাদের স্কুলের মাসিক বেতন দিতে পারছি না। তিনি আক্ষেপ করে বলেন আমাদের একটিবার সুযোগ দিন আমরা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করব। আমরা এ সরকার কে প্রাণপণ সহযোগিতা করতে চাই।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ছাড়া ভারতে পালাতে বাধ্য হন।
এরপর ১২ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রত্যেক উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যানদের উপস্থিতির তালিকা চাওয়া হয়। এরপর ১২ ও ১৩ আগস্ট স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের উপস্থিতির তালিকা প্রেরণ করা হয়।
১৪ আগস্ট অপর এক আদেশের মাধ্যমে জানানো হয় যেখানে উপজেলা চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান গন অনুপস্থিত রয়েছেন সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের স্থলাভিষিক্ত হবেন।
১৯ আগস্ট আরেকটি আদেশের মাধ্যমে সরকার সারা দেশের ৯৮৮ জন পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান দের একযোগে অবসারণ করা হয়।