আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত ভাইস—চেয়ারম্যান পুরুষ ও মহিলা বিজয়ী প্রার্থীদেরকে গত ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
যার ফলে স্থানীয় পর্যায়ের সকল নাগরিক সুবিধা বৈষম্যের বহিঃপ্রকাশ ঘটে। উক্ত অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে সিলেট বিভাগের উপজেলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর এর সভাপতিত্বে ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান— রাহেনা বেগম, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান— জাহেনারা আক্তার বিউটি, গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান— মাওলানা মোঃ গোলাম আম্বিয়া কয়েছ, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান— কাজী মাওলানা মো: আব্দুস সামাদ, ধর্মপাশা উপজেলা ভাইস চেয়ারম্যান— এডভোকেট এ. এইচ. এম. ওয়াসিম, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান— মাহবুবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান— মাওলানা জাহাঙ্গীর আলম, কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান— মাওলানা হাফিজ আলতাফ, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান — মাওলানা আবিদুর রহমান, বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান —মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান— শিল্পী বেগম, মধ্যনগর উপজেলা ভাইস চেয়ারম্যান— হালুফা আক্তার হেপী, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আসগর। ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান— সুফিয়া খানম সাথী প্রমুখ।
বক্তারা সরকারের প্রতি দাবী জানান আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত।
জনগণের নাগরিক সুবিধা ঘরে ঘরে পৌছে দিতে আমরা বদ্ধ পরিকর। অনতিবিলম্বে জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার এর বিগত ১৯/০৮/২০২৪ইং তারিখে সিদ্ধান্ত প্রত্যাহার পূর্বক ভাইস চেয়ারম্যানগণকে স্বপদে বহাল রাখার দাবী জানানো হয়।