আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক
১৭ অক্টোবর গোপন সংবাদ এর ভিত্তিতে প্রাপ্ত তথ্য মতে অভিযান পরিচালনা করে মাধবপুর থানার ওসির নেতৃত্বে মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান সঙ্গিয় force সহ অভিযান পরিচালনা করে আটককৃতদের হেফাজত থেকে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করে।
অভিযানের স্থান : জানা যায় মাধবপুর থানাধীন মনতলা পশ্চিম বাজারস্থ আলমগীরের বিকাশের দোকানের মাধবপুর মনতলা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন: নরসিংদী জেলার বেলা থানার শেখপাড়া গ্রামের মৃত নারায়ন দাসের পুত্র উজ্জ্বল দাস (৪০) ও একই জেলা ও থানার টানপাড়া গ্রামের অধিবাসী মৃত ফালু মিয়ার ছেলে কিরন মিয়া (৩২)।। মাধবপুর থানার এক প্রেস ব্রিফিংয়ে একত্ব নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন “দৈনিক চলমান দেশ”-প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।