ছোটবেলায় কেউ ছোট বা পিচ্চি বললে ঘাড় ঘুরিয়ে বলতেন, ‘আমি ছোট না, বড়!’ মাঝেমধ্যে বয়স বাড়িয়ে বলতেন। সে সময় অপেক্ষায় থাকতেন, কবে বয়স ১২ হবে, কবে ১৫, ১৮ হবে। কবে বড় হবেন! এসব পেরিয়ে আজ ২১–এ পা দিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুটজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। পরিবার ও কাছের মানুষ সবাই এই অভিনেত্রী–মডেলকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। ছোটবেলায় বড় হতে চাওয়া সেই মানুষের মন খারাপ। সবাইকে মন খারাপ করে একই কথা বলছেন, ‘আমি বুড়ি হয়ে যাচ্ছি।’
ঐশী বলেন, ‘জন্মদিন নিয়ে আগে অনেক আগ্রহ থাকত। কবে দিনটি আসবে অপেক্ষায় থাকতাম। অনেক পরিকল্পনা করতাম। কিন্তু এখন আর ইচ্ছা করে না। বয়স বেড়ে যাচ্ছে (হাসি)। সবাই বলে কুড়িতে বুড়ি। আমি তো ২১। দিন দিন কত বয়স হয়ে যাচ্ছে আমার।’
কেক কেটে জন্মদিন শুরু হয়েছে ঐশীর। বাসায় ঘরোয়া আয়োজন ছিল। দিনভর সহকর্মী, ভক্ত ও কাছের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এগুলো বেশ উপভোগ করছেন তিনি, ভালোই কাটছে দিনটা।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা ঐশীর ক্যারিয়ারকে বদলে দিয়েছে। এখন অনেক মানুষ তাঁকে চেনে, অসংখ্য মানুষ জন্মদিনের শুভেচ্ছা জানায়। এটা তাঁর অনেক বড় একটা পাওয়া। তবে তাঁর মতে, আগের দিনগুলো ভালো কাটত। কেক, মোমবাতি, ফুল, ড্রেসের জন্য অপেক্ষায় থাকতেন। তিনি বলেন, ‘তখন মনে হতো দিনটি পৃথিবীর আর কারও নয়, শুধুই আমার।’
জন্মদিনে ড্রেস, টাকা, সাজার সামগ্রীসহ অনেক কিছুই উপহার পেতেন। তবে একবার একটি ক্রাউন উপহার পেয়েছিলেন। তখন তাঁর বয়স ৫ বছর। ক্রাউনটি এখনো সযত্নে সংগ্রহে রেখেছেন। ‘কেউ জানেই না আমি আগেও ক্রাউন পেয়েছিলাম,’ বলেই হাসেন এই অভিনেত্রী। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতেন তিনি। ঐশী বলেন, ‘২০১৯ সালে আমার জন্মদিনে বন্ধুরা ঢাকা থেকে একটু দূরে নিয়ে যায়। আমি প্রথম বুঝতে পারিনি। পরে জানতে পারি, এটি একটি সুবিধাবঞ্চিত শিশুদের থাকার স্থান। আমি গেলে শিশুরা সবাই এসে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। দিনটি আমার কাছে এখনো জন্মদিনের সেরা মুহূর্ত।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পরই একটি-দুটি নয়, পরপর তিনটি ছবিতে অভিনয়ের সুযোগ পান ঐশী। মিশন ‘এক্সট্রিম’, ‘আদম’ ও ‘রাতজাগা ফুল’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত আপনার সবচেয়ে বড় অর্জন কী? ‘আমার সবচেয়ে বড় অর্জন যখন যা-ই করেছি, আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার মা–বাবা ও পরিবারের অন্যরা সেগুলো নিয়ে গর্ব করেছে। আমার সবকিছু তাদের পছন্দ হওয়ার আমি প্রাউড ফিল করি। তাদের ভালোবাসা, প্রশংসা আমার পথ চলার প্রেরণা,’ বলেন ঐশী। আপাতত শুটিং না থাকায় এখন পরীক্ষা নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।