রাজধানীর যাত্রাবাড়ী থেকে মা ও সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সোমবার রাত সাড়ে ১১টার দিকে মীরহাজিরবাগের ১৯২ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে মা রুমা আক্তার (২৭) ও তার সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় বাসার ভেতর থেকে একটি হাতুড়ি জব্দ করা হয়। আমাদের ধারণ, হাতুড়ি দিয়ে পিটিয়ে বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করা হতে পারে।’
তিনি জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে রুমা আক্তারের স্বামী ওয়াহিদ পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, পরিবারটি প্রায় দুই বছর হলো এ বাসায় ভাড়া আছেন। মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে নিয়ে ঝগড়া হতো। সোমবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়।