দুর্ঘটনাকবলিত একটি পিকআপে অভিযান চালিয়ে আম পরিবহনের জন্য ব্যবহৃত ক্যারেট থেকে ৪০ গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ৩১(আগস্ট) রাত সাড়ে দশটার দিকে ভবেরচর হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। জানা যায়, একটি পিকআপ কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে বালুয়াকান্দি এলাকায় ঢাকা-কুমিল্লা মহাসড়কের তেতুলতলা নামক স্থানে দুর্ঘটনায় কবলিত হলে পার্কিং করে রাখা হয়।
পিকআপটি পার্কিং করে রাখা অবস্থা থেকেই আমের ক্যারাটের ভিতর থেকে অনুসন্ধান করে গাঁজাসহ পিকআপ ভ্যান এর মালিক কে আটক করা হয়।
আটককৃত পিকআপ ভ্যান এর মালিক গাজা চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। আটককৃত গাজা পাচারকারী মোহাম্মদ আলম মিয়া (৩৪) কুমিল্লা জেলা চান্দিনা থানার বাকেরগঞ্জ ফরিদ উদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে ও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।