ঢাকার সাভার উপজেলায় রুমা আক্তার নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার দক্ষিণ রাজাসন এলাকার বেসরকারি সার্ড স্কুলসংলগ্ন বাবার বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রুমা আক্তারের (২৭) স্বামী মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। রুমা আক্তার তাঁর মেয়েকে নিয়ে বাবা মহিউদ্দিনের বাসায় থাকেন। রুমার মা–বাবা ও বড় ভাই পাশেই তাঁদের আরেকটি বাসায় থাকেন। পাকা দেয়ালের টিনশেডের ৯ কক্ষের বাসার একটি অংশের দুই কক্ষের একটিতে রুমা ও অন্যটিতে তাঁর মেয়ে থাকত। তাঁদের বিপরীত পাশের কক্ষে রুমার ছোট ভাই শরীফুল ইসলাম থাকেন।
সূত্র জানায়, বুধবার মেয়ে খালার বাসায় চলে যাওয়ায় রুমি একাই বাসায় ছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে অন্যান্য কক্ষের ভাড়াটিয়ারা রুমার ঘরের দরজা খোলা দেখে ভেতরে উঁকি মারেন। এ সময় তাঁরা রুমাকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দেন এবং তাদের পরামর্শ অনুযায়ী সাভার থানা-পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক তাহমিদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। উদ্ধারের সময় লাশের শুধু গলা কাটা দেখা গেছে। ঘরের আসবাবের তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি। তবে অধিকতর তদন্তের পর এ বিষয়ে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।’